Events

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম), ঢাকায় উৎসবমূখর পরিবেশে রাজস্ব হালখাতা পালন।
Events Duration : 13/04/2017 to 13/04/2017
Events Time Interval : 9.00 a.m to 5 p.m

সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও মাননীয় চেয়ারম্যান, জাতীয় রাজস্ব রাজস্ব বোর্ড, জনাব মোঃ নজিবুর রহমানের নির্দেশনায় সারা দেশে একযোগে প্রথমবারের মতো পালিত হচ্ছে রাজস্ব হালখাতা। ঢাকা (পশ্চিম) কমিশনারেটে কমিশনার ড. মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত রাজস্ব হালখাতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) জনাব মোঃ ফিরোজ শাহ আলম । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক জনাব মোঃ আমিন হেলালী এবং বিসিআই এন্ড আইবিএফসি এর পরিচালক প্রীতি চক্রবর্তী।


অনুষ্ঠানের শুরুতেই ছিল নানাপদের ভর্তা ও মাছের সাথে মাটির পাত্রে পান্তা খাবার আয়োজন। লাল রঙে মোড়ানো খাতায় এ দপ্তরের ৭টি বিভাগের করদাতারা বকেয়া রাজস্ব পরিশোধ করেন। হালখাতা উপলক্ষ্যে পুরো অঙ্গনটি সাজানো হয় নানা রঙের ঘুড়ি, শিকা, আল্পনা, আর টেরাকোটা দিয়ে। শুভ উদ্বোধনের পরই করদাতারা সদস্য মহোদয়ের নিকট বকেয়া রাজস্ব পরিশোধ করেন। করদাতাদের মাটির হাড়িতে মিষ্টি, দেশী তালপাখা, বাহারি পাটের ব্যাগে সুদৃশ্য উপহার দিয়ে স্বাগত জানানো হয়। সাথে ছিল দেশীয় পিঠা, মিষ্টি আর দেশী ফলসহ নানা রকমের খাবার। সেইসাথে অনেক করদাতাকেও শুভেচ্ছা উপহার হিসাবে মিষ্টি সঙ্গে নিয়ে আসতে দেখা যায়। করদাতাদের সাথে রাজস্ব কর্মকর্তাদের অপূর্ব এক মেলবন্ধন তৈরি হয় এ হালখাতার মধ্য দিয়ে।


Read More »